Header Ads

কি ভাবে হাঁস পালন করবেন

 

বর্তমানে গ্রামাঞ্চলে হাঁসের চাষ জনপ্রিয়তা পাচ্ছে। নতুন থেকে লাভজনক হাঁস চাষের জন্য হাঁস পালনের পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ নিবন্ধ। আমাদের দেশে হাঁস খুবই জনপ্রিয়। তবে আমাদের দেশের জলবায়ু হাঁস পালনের উপযোগী। কিন্তু আমাদের দেশে হাসের চেয়ে মুরগির মাংস বেশি জনপ্রিয়। তবে এখন আমাদের দেশে হাঁস খুবই জনপ্রিয়। আর এটা তো সবারই জানা যে বাড়িতে হাঁস রাখলে ডিমের সরবরাহ নিশ্চিত। এতে করে শিশুদের অপুষ্টি দূর হয় এবং পুষ্টির ঘাটতি দূর হয়। হাঁসের ডিম খুবই পুষ্টিকর। আমরা সবাই জানি যে হাঁসের মাংস শরীরের জন্য অন্যান্য মাংসের চেয়ে বেশি উপকারী, তবে বাংলাদেশের জলবায়ু হাঁস পালনের জন্য খুবই উপযোগী। তাই আমাদের দেশে অনেকদিন ধরে হাঁস পালন খুবই সহজ। হাঁস পালন আমাদের দেশে একটি লাভজনক ব্যবসা। বর্তমানে অনেকেই হাঁস পালনকে তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন। মানুষ অন্যান্য কাজের পাশাপাশি হাঁস পালন করে তাদের বাড়তি আয় নিশ্চিত করছে। একটি উন্নত জাতের হাঁস বছরে প্রায় 300টি ডিম পাড়ে। পুকুর পাড়ে হাঁস পালন খুবই লাভজনক। হাঁস পালন সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে এ ব্যবসায় প্রচুর লাভ করা সম্ভব। আমাদের দেশের বেশির ভাগ মানুষই চাকরি খুঁজছে। ফলে অধিকাংশ মানুষই বেকার। আর হাঁস পালন এদেশের বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা পালন করে। এছাড়া যারা চাকরির পাশাপাশি বাড়তি আয়ের কথা ভাবছেন তাদের জন্য এক কথায় হাঁস পালন সবচেয়ে ভালো পদ্ধতি। আর কিছু মানুষ আছেন যারা স্বল্প পুঁজির কারণে ব্যবসা শুরু করতে পারছেন না, তাদের জন্যও হাঁস পালন একটি সুবিধাজনক ব্যবসা। কারণ লভ্যাংশের পরিমাণ হাঁস পালনে খরচের চেয়ে অনেক বেশি। যারা মাছ চাষে নিয়োজিত তাদের মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করতে হবে। কারণ হাঁস ও মাছ চাষের সমন্বয়ে মাছের জন্য আলাদা ফিড দিতে হয় না। আর হাসি থাকলে মাছ খুব দ্রুত বাড়ে। তাই বলা যায় হাঁস পালন আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব ভালো ভূমিকা রাখছে। এ কারণে দেশে বেকারত্বের পরিমাণ কমছে।


Nowadays, duck farming is gaining popularity in rural areas. Complete article on duck farming methods for new to profitable duck farming. Duck is very popular in our country. But the climate of our country is suitable for duck breeding. But chicken meat is more popular than haas in our country. But now duck is very popular in our country. And it is known to everyone that keeping ducks in the house ensures the supply of eggs. By doing this, malnutrition of children is eliminated and nutritional deficiency is eliminated. Duck eggs are very nutritious. We all know that duck meat is more beneficial for the body than any other meat, but the climate of Bangladesh is very suitable for duck farming. So it is very easy to keep ducks in our country for a long time. Duck farming is a profitable business in our country. Nowadays many have chosen duck farming as their main occupation. People are ensuring their additional income by rearing ducks along with other activities. A well-bred duck lays about 300 eggs a year. Poultry farming is very profitable. If you have proper knowledge about duck farming, you can make a lot of profit in this business. Most people in our country are looking for jobs. As a result, most of the people are unemployed. And duck farming plays a big role in eliminating unemployment in this country. In addition, duck farming is the best method for those who are thinking of additional income along with the job. And there are some people who are not able to start business due to low capital, duck farming is also a convenient business for them. Because the amount of dividend is much more than the cost of raising ducks. Those who are engaged in fish farming have to keep ducks along with fish farming. Because the combination of duck and fish farming does not require separate feed for fish. And if there is a smile, the fish grows very fast. So it can be said that duck farming is playing a very good role in the economic development of our country. Due to this, the unemployment rate in the country is decreasing.

No comments

Please validate the capture

Powered by Blogger.