হাঁস পালনের খরচ
হাঁস পালনের খরচ
আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী হাঁস পালন একটি উপযোগী ব্যবসা। হাঁস পালনে খরচ খুবই কম। সে যতটা খরচ করে তার থেকে বেশি আয় করে। হাঁস পালন করে বাড়তি আয় করা সম্ভব। হাঁস পালনে খরচ কম। কারণ খোলা জায়গায় হাঁস রাখলে হাঁসের তেমন খাবারের প্রয়োজন হয় না। তারা ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে। আমরা ধরে নেই শ্রমসহ হাঁসের খাবারের দৈনিক খরচ প্রায় ৪ হাজার টাকা। সে হিসেবে খরচ বাদে তার দৈনিক আয় হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা। তাই মাসে প্রায় দেড় লাখ টাকা। তাই স্বল্প পুঁজির অনেকগুলো ব্যবসার মধ্যে একটি হলো হাঁস পালন।
No comments
Please validate the capture