Header Ads

আবদ্ধ ভাবে পুকুরে হাঁস পালন পদ্ধতি

 আবদ্ধ ভাবে পুকুরে হাঁস পালন পদ্ধতি


বর্তমানে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। আর সঠিক জায়গায় থাকলে ভালো ফল পাওয়া যায়।

1. প্রথমে আপনাকে পুকুরে বা তার আশেপাশে একটি খামার স্থাপন করতে হবে।

2. সারা বছর পানি থাকে। এবং একটি মোটামুটি আয়তাকার পুকুর নির্বাচন করা উচিত।

3. যেহেতু হাঁস বেশির ভাগই জলে থাকবে, তাই জলে প্রতি মাসে 30 গ্রাম চুন যোগ করুন৷


4. প্রতি বিঘা পানিতে 30-40টি হাঁস রাখতে হবে।


5. প্রতি 10টি হাঁসের জন্য একটি পুরুষ হাঁস রাখা উচিত।


6. পুকুরে চাষের জন্য শঙ্কর হাঁসের একটি ভালো জাত প্রয়োজন।

আর হাঁসের প্রজনন ও মাছ চাষের ক্ষেত্রে মাছের বাড়তি খাবারের প্রয়োজন হয় না, কারণ হাঁসের মলমূত্র সর্বোত্তম সার। পরিশেষে, আমরা বলতে পারি যে আমাদের দেশে বর্তমানে বেকারত্ব অনেক বেশি। তাই মুরগি পালন বেকারত্ব দূরীকরণে প্রধান ভূমিকা পালন করে। আর যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এটি একটি সফল ব্যবসা।

Nowadays duck farming is a profitable business. And if it is in the right place, good results are obtained.


1. First you need to set up a farm in or around the land.

2. There is water throughout the year. And a fairly rectangular pond should be selected.

3. Since ducks will be mostly in water, add 30 grams of lime per month to the water.

4. 30-40 ducks should be kept per bigha of water.

5. One male duck should be kept for every 10 ducks.

6. A good breed of Shankar duck is required for pond farming.

And in the case of duck breeding and fish farming, fish do not need additional food, because duck excrement is the best fertilizer. Finally, we can say that unemployment is very high in our country at present. So poultry farming plays a major role in eliminating unemployment. And it is a successful business for those who want to do business with little capital.

No comments

Please validate the capture

Powered by Blogger.